কুমিল্লার মুরাদনগরে সরকারি আদেশ অমান্য করে এক প্রধান শিক্ষককে রাজনৈতিক দলের মিছিল ও জনসভায় সম্মুখসারিতে দেখা গেছে। এর একটি ভিডিও ভাইরাল হলে শিক্ষাঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। মোহাম্মদ জাকির হোসেন মীর মুরাদনগর উপজেলার পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

গত ১৯ এপ্রিল মুরাদনগরের আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ কলেজ মাঠে বিএনপির একটি জনসভা হয়। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন মীর একটি বিশাল মিছিল নিয়ে ওই জনসভায় উপস্থিত হন। ভিডিওতে তাকে বিএনপি নেতাদের পক্ষে নেচে নেচে বিভিন্ন স্লোগান দিতে দেখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের গত ১১ জানুয়ারি এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে পাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন মীর বলেন, আমি আসলে সেখানে রাজনৈতিক কোনো ব্যানারে যাইনি, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ভাইকে আমি পছন্দ করি তাই ব্যক্তিগতভাবে উনার সঙ্গে গেছি।

By admin